সেইসব ফুলেদের দল : সাবিত্রীবাই ও তার সাথিদের জীবনের কিছু কথা

১৮৩১ সালের ৩ জানুয়ারি মহারাষ্ট্রে সাবিত্রীর জন্ম। সাবিত্রীকে জোতিরাওয়ের পাত্রী হিসেবে বেছে নিয়েছিলেন জোতিবার পিসিমা সাগুনাবাই। ১৮৪৮ সালে মহারাষ্ট্রের ভিদেওয়াড়ায় তাঁদের প্রচেষ্টায় প্রথম মেয়েদের স্কুল হয়। সাবিত্রী এই স্কুলের প্রধান শিক্ষিকা। যে ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদী বিধানে শুদ্র ও নারীর জ্ঞানার্জন নিষিদ্ধ ছিল, সেখানে শুদ্র নারী-পুরুষ দ্বারা শুদ্রাতিশুদ্র ছেলেমেয়েদের জন্য আধুনিক জ্ঞানবিজ্ঞান শিক্ষার স্কুল প্রতিষ্ঠা ছিল এক যুগান্তের সূচনা।

by মলয় তেওয়ারী | 03 January, 2023 | 687 | Tags : joytiba phule savitri phule fatema sekh education social revolution Widow marriage